Wellcome to National Portal
Main Comtent Skiped

About PTI Rajbari

বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে পিটিআই বিহীন ১২টি জেলায় পিটিআই স্থাপন কার্যক্রমের আওতায় নবনির্মিত রাজবাড়ী পিটিআই ০১ জানুয়ারি ২০১৭ খ্রিস্টাব্দ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ১২৩ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২০২১-২২ শিক্ষাবর্ষে দেড় বছর মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সে এবং ২০২১ সেশনে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে আগত ২৪ জন সি-ইন-এড প্রশিক্ষণার্থী   প্রশিক্ষণরত আছেন। রাজবাড়ী পিটিআই এ সৃষ্ট  ইনস্ট্রাক্টর (সাধারণ) এর ১০ টি পদের বিপরীতে ০৩ (তিন) জন এবং বিষয়ভিত্তিক ইনস্ট্রাক্টরপদ সৃষ্টি না হওয়ায় অন্য পিটিআইএর ০২ জন সংযুক্ত (ইনস্ট্রাক্টর বিজ্ঞান ও ইনস্ট্রাক্টর কম্পিটার সায়েন্স) সহ মোট ০৫ জন ইনস্ট্রাক্টর, একজন সহকারী সুপারিনটেনডেন্ট ও একজন সুপারিনটেনডেন্ট কর্মরত আছেন। বর্তমানে রাজবাড়ী পিটিআই এ শতভাগ ক্লাস অনলাইনে নেয়া হয় এবং ক্লাসে শিক্ষার্থী/প্রশিক্ষণার্থী উপস্থিতির হার গড়ে ৯৮%।

পিটিআই, রাজবাড়ী  এর আওতাধীন ইউআরসিসমূহে বিভিন্ন ধরণের স্বল্পকালীন প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে এবং প্রমাপ অনুযায়ী বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা চলমান রয়েছে।    

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে।