এক নজরে |
মানম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে রাজবাড়ী জেলায় ২০১৭ সালার জানুয়ারি মাসে সিইনএড ও ২০১৮ সালের জানুয়ারি মাসে ডিপিএড কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু। ২০১৭ সালে সিইনএড চূড়ান্ত পরীক্ষায় ১১২ জনের মধ্যে ১ম শ্রেণি-৫২ জন,২য় শ্রেণি-৫৭ জন সর্বমোট- ১০৯ জন সাফল্যের সাথে উত্তীর্ণ। আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ ৫ম ব্যাচ চলমান। মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা তথা প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS