Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
How to Admit DPED at PTI Rajbari
Details

যেভাবে পিটিআই রাজবাড়ীতে ভর্তি হবেন:

১) প্রথমে আপনাকে উপজেলা শিক্ষা অফিস থেকে ডিপিএডে ভর্তির জন্য যথাযথ নিয়ম অনুসরণপূর্বক ডেপুটেশন নিতে হবে।

২) ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকগণ ০৭ থেকে ২৮ নভেম্বর, ২০১৯ খ্রি. এর মধ্যে অনলাইনে ফরম পূরণ করে ভর্তি হতে হবে।

৩) ডেপুটেশনপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ১৯০০/- (উনিশ শত টাকা) রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে রাজবাড়ী পিটিআইতে জমা দিতে হবে।এজেন্ট  চুক্তি মোতাবেক ১% চার্জ (১৯/-) নিবেন।

৪) অনলাইনে ভর্তির জন্য নেপের ওয়েবসাইট http://www.nape.gov.bd/ এ গিয়ে অনলাইন সার্ভিসেস এ ক্লিক করে 2020 Admission এ ক্লিক করলে  ভর্তি ফরম দৃশ্যমান হবে (তার পূর্বে নির্দেশিকা পড়ে নেয়া ভাল)।প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফরমের প্রথম অংশটি উপজেলা শিক্ষা অফিসার প্রদত্ত ডেপুটেশন আদেশের তথ্য দিয়ে অর্থাৎ ডেপুটেশন আদেশের স্মারক নম্বর, তারিখ, আদেশে উল্লিখিত আবেদনকারীর ক্রমিক নম্বর, যে পিটিআই এবং শিফটের জন্য ডেপুটেশন প্রদান করা হয়েছে সেই পিটিআই এর নাম ও শিফট, জেলা, উপজেলা, পদবী ইত্যাদি তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। উল্লেখ্য এখানে রাজবাড়ী পিটিআই এর নাম ও শিফট-১ উল্লেখ করতে হবে। ফরমের ২য় অংশে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নামের বানানের ক্ষেত্রে এসএসসির সনদ আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত স্থানে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।

৫) আন্ত: পিটিআই বদলীর জন্য আলাদা কোন আবেদনের প্রয়োজন নেই। অনলাইন ভর্তি ফরমেই পিটিআই বদলীর অপশন দিতে পারবেন।

৬) ০১/০১/২০২০ খ্রি. ক্লাস শুরু হবে। এর পূর্বে পিটিআইতে আসার কোন প্রয়োজন নেই। পরবর্তী কোন নির্দেশনার জন্য এই ওয়েবসাইটে http://pttc.rajbari.gov.bd/  যুক্ত থাকুন।

 

Attachments
Publish Date
07/11/2019
Archieve Date
30/11/2019