Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
DPEd 2020-2021 Session & CinEd 2020 session
Details

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১/০১/২০২০ খ্রি. থেকে পিটিআই রাজবাড়িতে ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ও সি-ইন-এড ২০২০ শিক্ষাবর্ষের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। উক্ত ০১/০১/২০২০ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ও সি-ইন-এড ২০২০ শিক্ষাবর্ষের সকল প্রশিক্ষণার্থীকে নিম্নোক্ত কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হল। যারা ভর্তি হয়েছেন তাদের আগামী ০১/০১/২০২০ খ্রি. থেকে পিটিআই রাজবাড়িতে উপস্থিত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক।

ডিপিএড প্রশিক্ষণার্থীদের জন্য

১) অনলাইনে ভর্তির Applicant copy (Original copy)

২) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি;

৩) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি;

৪) সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা, রাজবাড়ীতে সংস্থাপন ফি ( ৬ x ৩৫০) =২১০০/- টাকা জমা রশিদ। ( উল্লেখ্য পিটিআইতে এসে অফিস থেকে ব্যাংক একাউন্ট নম্বর সংগ্রহ করে কার্য সম্পাদন করা যাবে)

সি-ইন-এড প্রশিক্ষণার্থীদের জন্য:

১) সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা, রাজবাড়ীতে সংস্থাপন ফি ( ৬ x ৩৫০) =২১০০/- টাকা জমা রশিদ। ( উল্লেখ্য পিটিআইতে এসে অফিস থেকে ব্যাংক একাউন্ট নম্বর সংগ্রহ করে কার্য সম্পাদন করা যাবে)

 

Attachments
Publish Date
30/12/2019
Archieve Date
02/01/2020