মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে রাজবাড়ী জেলায় ২০১৭ সালার জানুয়ারি মাসে সিইনএড ও ২০১৮ সালের জানুয়ারি মাসে ডিপিএড কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু। ২০১৭ সালে সিইনএড চূড়ান্ত পরীক্ষায় ১১২ জন সাফল্যের সাথে উত্তীর্ণ। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৬৪ জন সাফল্যের সাথে ডিপিএড প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৮৭ জন ডিপিএড শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে ৮০ জন ডিপিএড শিক্ষার্থীর সাফল্যের সাথে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। পাশাপাশি একই সাথে ২০২০ সেশনে ৫৬ জন সি-ইন-এড প্রশিক্ষণার্থী তাঁদের চূড়ান্ত পরীক্ষা সাফল্যের সাথে শেষ করেছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে ১২৩ জন ডিপিএড শিক্ষার্থী ও ২০২১ শিক্ষাবর্ষে ২৪ জন সি-ইন এড প্রশিক্ষণার্থীর অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২০ জন ডিপিএড শিক্ষার্থী মাত্র দুইজন ইনস্ট্রাক্টর ও একজন সহকারী সুপারিনটেনডেন্ট এর অধীন প্রশিক্ষণ কার্যক্রম অনলাইন ও মুখোমুখি সমাপ্ত করেছেন। জানুয়ারি ২০২৪ সালে ১০ মাস মেয়াদী প্রাথমিক শিক্ষকগণের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ (বিটিপিটি) ১ম ব্যাচে ৮৮ জন সফলভাবে পিটিআইতে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত করেছেন। জুলাই-২০২৪ সেশনে ৯০ জন শিক্ষক বিটিপিটি প্রশিক্ষণ শেষ করেছেন।জানুয়ারি ২০২৫ সেশনে ৫৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত আছেন। বর্তমানে একজন সুপারিনটেনডেন্ট (চলতি দায়িত্ব), ৫ জন ইনস্ট্রাক্টর(সাধারণ), একজন ইনস্ট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) (সংযুক্ত) ও একজন ইনস্ট্রাক্টর (বিজ্ঞান) (সংযুক্ত) এবং একজন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার কর্মরত আছেন।
মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা তথা প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস