শিরোনাম
রাজবাড়ী পিটিআইতে ডিপিএড ফরম ফিল আপ-২০২০-২০২১ শিক্ষাবর্ষ শুরু
বিস্তারিত
রাজবাড়ী পিটিআই এর ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ডিপিএড শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬/১২/২০২০ খ্রি. হতে ০৫/০১/২০২১ খ্রি. এর মধ্যে অনলাইনে ফরম পূরণ করার জন্য নির্দেশনা দেয়া হল। ০৫/০১/২০২১ খ্রি. এর মধ্যে ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে
১) পূরণকৃত ফরমের হার্ডকপি
২)রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও
৩) এসএসসির সনদের ফটোকপি
পিটিআইতে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হল।
ফরম পূরণ প্রক্রিয়া:
- প্রথমেই পিটিআই কোড ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Sure Cash এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। নেপ কর্তৃক নির্ধারিত ২৬০০/- (দুই হাজার ছয় শত টাকা) Sure Cash এর মাধ্যমে পিটিআই ওয়ালেটে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে Sure Cash এজেন্ট চুক্তি মোতাবেক ২৬/- (ছাব্বিশ) টাকা চার্জ নিবেন। পেমেন্ট কমপ্লিট হলে মোবাইলে মেসেজ আসবে। উক্ত মেসেজে Transection Number পাওয়া যাবে। (পিটিআই রাজবাড়ীর কোড- PTIRAJBA )
- ফি পরিশোধের পর অংশগ্রহণকারীগণকে নেপ এর ওয়েবসাইট www.nape.gov.bd এ গিয়ে অনলাইন সার্ভিস মেনুতে গিয়ে Registration Number ও প্রাপ্ত Sure Cash Transection Number দিয়ে Submit বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে Submit করতে হবে।
- ফরম পূরণের পর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।